রানি দ্বিতীয় এলিজাবেথ ২.৭ বিলিয়ন হেক্টর জমির মালিক
১ জানুয়ারি ২০২০ ১৩:৪৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৩:৫১
এ পর্যন্ত বিশ্বের একক মালিকানাধীন সবচেয়ে বেশি জমির অধিকারী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ব্রিটিশ কমনওয়েলথের প্রধান হিসেবে মোট ২.৭ বিলিয়ন হেক্টর জমির মালিক। যা পৃথিবীর বেসরকারি মালিকানায় থাকা মোট ভূমি-অঞ্চলের এক-ষষ্ঠাংশও বটে।
রাজকীয় সম্পত্তির প্রধানতম অংশটিই লন্ডনে। এছাড়া ব্রিটেনের গ্রামাঞ্চল, সমুদ্রতীরবর্তী অঞ্চলেও রয়েছে এই সম্পত্তির বিস্তৃতি। এখনও দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে কানাডার ৯০ শতাংশ ভুমির কাগজে কলমে মালিকও তিনি। তবে এটা সত্য এই জমি কখনোই তার পক্ষে বিক্রি করার কোনও সুযোগ রাখা হয়নি। এবং এগুলো তার ব্যক্তি-মালিকানায়ও নেই।
২ থেকে ১০১তম