Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৫ম শ্রেণির স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু


১ জানুয়ারি ২০২০ ০৩:৫০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দনিয়ায় একটি বাসায় কাকলী (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত কাকলী বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় খাজুরিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে পঞ্চম শ্রেণিতে পড়তো।

কাকলীর মা পারভিন আক্তার জানান, দুই মেয়েকে নিয়ে সে দনিয়া নাসির উদ্দিন রোডের চান মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। মেয়ের বাবা কাশেম লেবারের কাজ করে। তিনি কাজে ছিলেন। দুপুরে রুমে গিয়ে দেখে কাকলী বিছানায় শুয়ে আছে। তখন তার গলায় ওড়না পেঁচানো ছিল। পরে তার বাবাকে খবর দিলে সে বাসায় এসে কাকলীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা কাকলীকে মৃত ঘোষণা করে। তবে তার মৃত্যুর কারণ বলতে পারেনি স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যু রহস্যজনক স্কুলছাত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর