Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


১ জানুয়ারি ২০২০ ০০:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। একইভাবে আরও এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ মিনার মোড়ে এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. রিপন (২৮)। সে জালালাবাদ হকার সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, ‘দু-গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি হয়েছে। এসময় ছুরিকাঘাতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি।’

ওসি জানান, ছুরিকাঘাতে আহতদের রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। আহত আরেক যুবককে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে মারামারিতে জড়িতরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনায় জড়িত এমদাদ নামে একজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ওসি প্রিটন সরকার।

চট্টগ্রাম ছুরিকাঘাত যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর