Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে মার্কিন দূতাবাসে আন্দোলনকারীদের হামলা


৩১ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৮:১৪

মার্কিন বিমান হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। দূতাবাসের বাইরে তারা আগুনও ধরিয়ে দেয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।

প্রসঙ্গত রোববারে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর বোমা হামলায় অন্তত ২৫ মিলিশিয়া মারা যায়।

পেন্টাগনের দাবি ইরাকের কিরকুকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার জবাবে এই হামলা চালানো হয়। ওই হামলায় এক আমেরিকানের মৃত্যু হয়।

ইরাকের প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদি মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলা দুদেশের সম্পর্কের পুন-মূল্যায়ন করবে বলেও হুঁশিয়ারি তোলেন তিনি।

আন্দোলন ইরাক মার্কিন দূতাবাস মার্কিন বিমান হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর