Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরের জলযান সংগ্রহসহ ৭ প্রকল্প অনুমোদন


৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৯

ঢাকা: মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহসহ সাত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৪ হাজার ৪৬০ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৩৪৬ কোটি ৪০ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১১৪ কোটি ১৪ লাখ টাকা খরচ করা হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গীস।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মোংলা বন্দরের সম্ভাবনা কাজে লাগাতে আমরা কাজ করে যাচ্ছি। এই বন্দরের সক্ষমতা বাড়াতে জলযান সংগ্রহ করা হচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, ভারত, ভুটান বা নেপাল যেন এই বন্দর সহজেই ব্যবহার করতে পারে, সেজন্য উদ্যোগ নিতে হবে। তাছাড়া এসব দেশের সঙ্গে যেন নদীপথে বাণিজ্য বাড়ানো যায়, সেজন্যও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর পাড় ঘেঁষে ড্রেজিং করলে নদীভাঙনের আশঙ্কা থাকায় ড্রেজিং কার্যক্রম পাড় ঘেঁষে না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে পায়রা, মোংলাসহ নতুন-পুরাতন বন্দরগুলোতে আধুনিক স্কান্যার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, স্কান্যার নষ্ট বা অকার্যকর থাকলে হবে না।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশ সফরে পরিকল্পনা কমিশন বা আইএমইডির কর্মকর্তাদেরও যেতে হবে। কেননা রাখালের সঙ্গে গরুর যে সম্পর্ক, প্রকল্পের সঙ্গে পরিকল্পনা কমিশনের সম্পর্ক একই।

অনুমোদিত সাত প্রকল্প

একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেনদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি’ প্রকল্পে। এই প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ টাকা। মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৬৭ কোটি ২৫ লাখ টাকা। প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদার করতে অনুমোদিত প্রকল্পের খরচ ধরা হয়েছে ২২০ কোটি ৫৯ লাখ টাকা। সিলেট, লালমনিরহাট ও বরিশাল ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৯১ কোটি ৩৮ লাখ টাকা।

এছাড়া ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা অংশের সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১০২ কোটি ২৭ লাখ টাকা। মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮১৯ কোটি ৬৮ লাখ টাকা। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূর করতে নর্দমা নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৬ কোটি ৫৭ লাখ টাকা।

একনেক একনেক বৈঠক জলযান সংগ্রহ প্রকল্প অনুমোদন মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর