শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো: তাবিথ
৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৩
ঢাকা: নির্বাচন কমিশন, প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা না থাকলেও কেবল নিজের দল ও জনগণের প্রতি আস্থা রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই। তবে বিগত দিনের বিতর্কিত নির্বাচন, আগের রাতে ভোটগ্রহণ হওয়াসহ বিভিন্ন কারণে আসন্ন সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় কিনা সে বিষয়ে আমরা সন্দিহান।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তাবিথ আউয়ল।
দুপুর ২টায় ডিএনিসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন ফরম জমা দেন তাবিথ। এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ অন্যরা।
এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। তবে আমরা এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো এবং নির্বাচনের শেষটা দেখে নেব।
তারিথ আউয়াল বলেন, ‘নির্বাচন নিয়ে সন্দেহ শুধু আমাদের একার নয়, সব বিরোধী রাজনৈতিক দল এবং সাধারন জনগণের এই সন্দেহ রয়েছে। জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা, নির্বিঘ্নে ভোট দিতে পারলেও তা ঠিকভাবে গণনা করা হবে কিনা, অতীতের মতো আগের রাতে ভোট হয়ে যাবে কিনা, এসব নিয়ে সন্দেহ রয়েছে। জনগণের এ বক্তব্য আমরা নির্বাচন কমিশনের কাছেও তুলে ধরেছি।’
অতীতে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনকে তাবিথ সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে অনেক বির্তকের সুযোগ আছে।অনেক অপরিষ্কার জায়গা আছে। ইভিএম ক্রয়, প্রযুক্তি ও ব্যবহার নিয়েও আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এ নিয়ে আমরা নির্বাচন কমিশনেও সংলাপ করবো, কথা বলবো।’
তবে নির্বাচন নিয়ে যত সমস্যেই আসুক না কেন, সব সমস্যা অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ‘তার মানে এই নয়, আমরা যে আশঙ্কাগুলো করছি, সেগুলো বহাল থাকলে আমরা তা মেনে নেব। আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের দাবিগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে তুলে ধরেছি। আশা করছি তিনি আসন্ন নির্বাচন সংলাপের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন।’
ঢাকার জনগণ গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিকে ভোট দেবে বলেও আশা প্রকাশ করেন এই প্রার্থী।