Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হিসেবে একবার সুযোগ চান তাপস


৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:০৯

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে ঢাকার মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করবেন বলে জানালেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, জনগণ তাকে সেবক হিসেবে নির্বাচিত করলে তার দেওয়া সব প্রতিশ্রুতি দ্রুত পূরণ করবেন। তাই তাকে সুযোগ দিয়ে পরীক্ষা করতে ঢাকা দক্ষিণের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাযালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তাপস।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আগামীবছর ঢাকাবাসীর জন্য একটি নবসূচনা করতে পারব। আমাদের অনেক কাজ করার রয়েছে। দীর্ঘদিন ধরে ঢাকাবাসী অবহেলিত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সেটাকে আমি মৌলিক অধিকার হিসেবে নিয়ে কাজ করব। ঢাকাবাসী যদি ৩০ জানুয়ারি আমাকে সুযোগ দেয় তাহলে তাদের সেবক হিসেবে এগুলো নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।’

ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাকে নিয়ে যারা চিন্তা করে, নাগরিক সুবিধা নিয়ে যারা চিন্তা করে তাদের সবার প্রতি আমি অনুরোধ জানাবো, আমাকে পরীক্ষা করে দেখবেন। এই অনুরোধ সাধারণ মানুষের প্রতিও থাকবে। আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রতিটি প্রতিশ্রুতি দ্রুততম সময়ে পরিপালন করব। আমি আশা করব ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নেবে।’

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমার এলাকার জনগণ তিন মেয়াদে আমাকে ভালবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছে। আমি চেষ্টা করছি তাদের সেবা করার।’

ঢাকাবাসীকে আরও সেবা করার সুযোগ চেয়ে মেয়র পদে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাপস। তিনি বলেন, ‘আমার দক্ষতা, অভিজ্ঞতা ও পূবের্র কাজকে বিচার করে ঢাকাবাসী আমাকে অবশ্যই কাজ করার সুযোগ দেবে।’

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দীন নাসিম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশসহ অন্যরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর