Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের মৃত্যু


৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:২৮

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় দায়িত্ব পালনের সময় বাসচাপায় আহত ট্রাফিক পুলিশ সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মারা যান কনস্টেবলের নাম হেমায়েত হোসেন (৫০)।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে সূত্রাপুরের ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় একটি বাস হেমায়েতকে চাপা দেয়।

ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট আরিফ উদ্দিন তালুকদার জানান, সকালে ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় দায়িত্বরত ছিলেন হেমায়েত। ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস সেখানে পেছন দিকে ঘুরছিল। ওই বাসটির নিচেই চাপা পড়েন হেমায়েত। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।

বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে আরিফ উদ্দিন বলেন, এর চালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হেমায়েতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত হেমায়েত হোসেনের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামে। তিনি ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের দায়িত্বরত ছিলেন।

 

 

 

ট্রাফিক পুলিশের মৃত্যু বাসচাপায় মৃত্যু ভিক্টোরিয়া পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর