Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুর, গ্রেফতারের আশঙ্কা


৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:২৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে ছুটি দেওয়া হয়েছে। এদিকে গ্রেফতার করার জন্যই তাকে তড়িঘড়ি করে রিলিজ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন নুর।

মঙ্গলবার (৩১ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ছাড়ার সময় ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন,  আমি হাঁটতে পারিনা, সোজা হয়ে দাঁড়াতে পারিনা। কাশি দিলে পাজরে ব্যাথা পাই। মাথা ঘুড়ায়, চোখে ঝাপসা দেখি তারপরও আমাকে রিলিজ দেওয়া হয়েছে। গ্রেফতার করার জন্যই তড়িঘড়ি করে আমাকে রিলিজ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইসিটি আইনে মামলা হয়েছে আমাদের নামে। ডাকসু নির্বাচনের তিন মাস মেয়াদ আছে। কারণ এই মামলায় দুই মাসের আগে জামিন হয় না। তাই তড়িঘড়ি করে আমাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

নুর অভিযোগ করে বলেন, ঘটনার দিন লাইট বন্ধ করে আমাদের মারধর করে ছাত্রলীগের সভাপতি সঞ্জিত ও সাধারণ সম্পাদক সাদ্দাম। তারা আমার ভাই আমিনুরকে পিস্তলের বাট দিয়ে মেরে তিন তলা থেকে ফেলে দেয়। অন্যদেরকেও এভাবে মারছে। সরকারের দুঃশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম কথা বলায় আমাকে হত্যা করতে চেয়েছে।

ভিপি নুরের ওপর হামলা, মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা কারাগারে

তিনি বলেন,আমার চিকিৎসার ব্যাপারে সন্দেহ আছে। আমাকে মেরে ফেলার জন্য ৮ বার হামলা করা হয়েছে। এগুলো করা হচ্ছে সরকারের ইশারায়। এর আগে বিশ্ববিদ্যালয়ে হলে কয়েকবার মারধরের ঘটনা হয়েছে। এগুলোের কোন বিচার হয়নি। সরকারের বিরুদ্ধে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলায় আমার উপর বারবার হামলা হচ্ছে।

এদিকে, নুরসহ ভর্তি আহতদের  চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের প্রধান নিউরোসার্জারি  বিভাগের অধ্যাপক ডা. রাজিউল হক বলেন, ভিপি নুরকে ছুটি দেওয়া হয়েছে। গতকাল তার কাছে ছাড়পত্র বুঝিয়ে দেওয়া হয়।
এছাড়া নাজমুল, ফারাবী ও ফারুককে ছাড়পত্র দেওয়া হবে। তাদের অবস্থা ভাল আছে। কোন সমস্যা হলে ফলোআপে আসতে বলা হয়েছে। এছাড়া নেফ্রোলোজি বিভাগে সোহেল ও আমিনুর ভর্তি আছেন ।

বিজ্ঞাপন

গত ২২ ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন।

গ্রেফতার ছাড়পত্র টপ নিউজ ভিপি নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর