প্রাথমিকে পাস ৯৫. ৫০%, জিপিএ-৫ পেল ৩ লাখ ২৬ হাজার ৮৮ শিক্ষার্থী
৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৭:৪০
ঢাকা: এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাসে করেছে। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন।
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ২৪ হাচার ২২৫ জন। ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। মোট পাস করেছে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন। ছাত্রী সংখ্যা ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন।