Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু ৩ কিলোমিটার দৃশ্যমান


৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:০৬

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর বসলো ২০তম স্প্যান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ‘৩-এফ’ নামের এই স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মাসেতুর তিন কিলোমিটার।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২০তম স্প্যানটিকে বসানোর জন্য মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তুলে নেয় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ নামের ভাসমান ক্রেন। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর পিলারের কাছে পৌঁছে। তখন শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। দুপুর ১টা ২০ মিনিটে বসে যায় স্প্যানটি।

বিজ্ঞাপন

এই শিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে বলে আশা প্রকাশ করেন এই প্রকৌশলী।

পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২০টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

২০তম স্প্যান পদ্মাসেতু পিলার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর