ফজিলাতুন্নেসা বাপ্পির শারীরিক অবস্থার কিছুটা ‘উন্নতি’
৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৫২
ঢাকা: এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (H1N1) আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (৩০ ডিসেম্বর) ডা.হুদা জানান ফজিলাতুন্নেসা বাপ্পি এইচওয়ানএনওয়ান (H1N1) ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু ভাইরাস হিসেবে পরিচিত হলে এশিয়া মহাদেশের দেশগুলোতে এটি এভিয়েন ফ্লু হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছেন।