জেএসসি-জেডিসিতে পাসে এগিয়ে ছাত্রীরা
৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:১৭
ঢাকা: এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের সংখ্যা হিসেবে ছেলেদের চেয়ে তুলনামূলক এগিয়ে রয়েছে মেয়েরা। পরীক্ষায় ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন ছাত্রী এবারে ছাত্রের চেয়ে বেশি পাস করেছে।
মঙ্গলবার (৩১ ডিসম্বের) প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়।
২০১৯ সালে জেএসসি-জেডিসি পরীক্ষায় ১০ লাখ ৪০ হাজার ৭৪২ জন ছাত্র পাস করে। অপরদিকে ছাত্রী পাস করে ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রীরা সংখ্যায় ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন এগিয়ে।
গত বছর ২০১৮ সালে পাস করেছিল ১০ লাখ ১৫ হাজার ৩৮৭ জন ছাত্র ও ১২ লাখ ১৫ হাজার ৪৪২ জন ছাত্রী। অর্থাৎ এবছর ছাত্রদের পাসের হার বেড়েছে ১.৯১ শতাংশ অপরদিকে ছাত্রীদের ২.২১ শতাংশ।
এবার ৯টি সাধারণ বোর্ড ও মাদরাসা বোর্ডে ২৬ লাখ ২ হাজার ৫৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন। মোট জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী।