Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেডিসিতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫


৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:১০

ঢাকা: জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমেছে।

এ বছরের ফলাফল পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৯ সালে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৯.৭৭ শতাংশ। ২০১৮ সালে এই হার ছিল ৮৯.০৪ শতাংশ। পাসের হার বেড়েছে ০.৭৩ শতাংশ।

অপরদিকে, ২০১৯ সালের জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১,৬৮২ জন। ২০১৮ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,৯৮৭। এ বছর ৩০৫ জন জিপিএ-৫ কম পেয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসম্বের) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এ তথ্য জানান। ২০১৮ সালে জেএসসি-জেডিসিতে পরীক্ষার ফলাফলে ৮৫.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার পাস করেছে ৮৭.৯০ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ গত বছরের তুলনায় পাস বেড়েছে ২.০৭ শতাংশ।

এবারে মোট জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। গত বছর যা ছিল ৬৮ হাজার ৯৫ জন। অর্থাৎ জিপিএ ৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।

জিপিএ-৫ জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৯ ডা. দীপু মণি পাসের হার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর