ছাত্রদলই মুক্ত করবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:৪০
ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য ছাত্রদলের নেতৃত্বেই গণঅভ্যুত্থান সৃষ্টি হবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলের, ‘গণতন্ত্রকে রক্ষা করবার জন্য ছাত্রদল তাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও বেগবান ও শক্তিশালী করবে। যার মাধ্যমে বেগম জিয়ার মুক্তি এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম হবে।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে এবং তাকে ন্যূনতম আইনগত সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। সে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতার ঐক্য সৃষ্টি করে একদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবে অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কাজ করবে।’
বিএনপির নতুন বছরের প্রত্যাশা এবং তাদের পুরনো বছরকে কীভাবে মূল্যায়ন করবেন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর। মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর। এই বছর যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন। খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময়ই নতুন বছরে নতুন করে ভাবতে চাই। নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সংগঠনটিকে আমরা আরো শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রদলের ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য ও ছাত্র আন্দোলনকে সমুন্নত রেখে ছাত্রদলের নেতৃত্বে এদেশে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে।’
ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এরপরও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য এটাকে আমরা একটা আন্দোলন হিসেবে নিয়েছি।