Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএসসিতে পাস ও জিপিএ-৫ বেড়েছে


৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৯

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করা শিক্ষার্থীর সংখ্যা, মোট পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা আগের বছররের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী. ডা. দীপু মনি।

এ বছরের ফলাফল পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ শিক্ষার্থী। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১৮ লাখ ৯০ হাজার ৫১৮। এ বছর পাস করা শিক্ষার্থী বেড়েছে ৫৫ হাজার ২০০ জন।

২০১৯ সালে পাসের হার ৮৭.৫৮ শতাংশ। ২০১৮ সালে এ হার ছিল ৮৫ দশমিক ২৮ শতাংশ । এ বছর পাসের হার বেড়েছে ২.৩০ শতাংশ।

২০১৯ সালে মোট জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ শিক্ষার্থী। ২০১৮ সালে ৬৬ হাজার ১০৮ শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৬৩৯ জন।

এ ছাড়াও ২০১৯ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪০০। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩ হাজার ৪২। মোট শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩৫৮ টি।

জিপিএ-৫ জেএসসি-জেডিসি টপ নিউজ পাস পাসের হার ফলাফল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর