Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা ছাড়া কোনো জাতি সম্মান নিয়ে বাঁচতে পারে না: প্রধানমন্ত্রী


৩১ ডিসেম্বর ২০১৯ ১০:৪০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:০৭

ঢাকা: নতুন প্রজন্মের মাঝে শিক্ষার গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় এসে শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ নিয়েছি। শিক্ষা ছাড়া কোনো জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। তাই আমাদের লক্ষ্য ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণভবনে জেএসসি-জেডিসি, পিইসি-ইবতেদায়ী পরীক্ষার ফল গ্রহণ ও বই উৎসবের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশটাকে আমরা উন্নত করে গড়ে তুলতে চাই। এ জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে, আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক, তারা যেন শিক্ষা-দীক্ষায় সব ধরনের শিক্ষায় উন্নত হয়, যাতে আমরা দেশকে গড়ে তুলতে পারি। আমাদের দেশের এই ভবিষ্যৎ নাগরিকেরা যেন আগামী দিনে একটা সুন্দর সমাজ পায়।’

একটা আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই আদর্শটা হচ্ছে, এমন একটি সমাজ গড়ে তোলা। যে সমাজে কোনো বৈষম্য থাকবে না। দারিদ্র্যমুক্ত সমাজ হবে। উন্নত সমাজ হবে। সমৃদ্ধশালী হবে এবং বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বে মর্যাদা পাবে। কাজেই আমরা আমাদের আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই। তারা শেুধু বই পড়ায় না, কারিগরি শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষায় পারদর্শী হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষিত জাতি ছাড়া একটি জাতি কখনও সম্মানের সাথে বাঁচতে পারে না। জাতির পিতা স্বাধীনতার পর পর প্রায় ৩৬ হাজারের ওপর প্রাথমিক স্কুল তিনি সব সরকারিকরণ করে দেন এবং সংবিধানে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করে দেন। মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। তারই পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীকালে যখন সরকার গঠন করি তখন আমরা প্রায় ২৬ হাজার স্কুল সরকারিকরণ করেছি। প্রত্যেক জেলা-উপজেলায় স্কুল সরকারিকরণ করে দিচ্ছি। সারাবাংলাদেশে যেখানে স্কুল নেই সেখানে আমরা নতুন নতুন স্কুল করে দিয়েছি।’

বিজ্ঞাপন

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ বিনামূল্যে বই দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর একটা যুদ্ধবিধস্ত দেশ জাতির পিতা গড়ে তুলে বিনামূল্যে বই দেওয়া শুরু করেছিলেন। তাই আওয়ামী লীগ সরকারে আসার পর আবার আমরা বিনামূল্যে বই বিতরণ শুরু করেছি।’

‘শিক্ষার্থীদের খেলাধুলার দিকে নজর দিচ্ছি। প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। যাতে সেখানে আমাদের প্রত্যেক স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলা করে। খেলাধুলার সঙ্গে সংস্কৃতি চর্চা, দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিশ^ সম্পর্কে জানা, সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।’

আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আমরা মাল্টিমিডিয়া ক্লাশরুম করে দিচ্ছি। খালি বই পড়ে পড়ে শেখা না, চোখে দেখা শেখা। তার ভিতর থেকে নিজেদের জ্ঞান অর্জন করা, সেভাবে লক্ষ্য রেখে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড (ইন্টারনেট) পৌঁছে গেছে। সেই সাথে কম্পিউটার শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছি বলেও জানান তিনি।

টপ নিউজ পরীক্ষার ফল প্রকাশ প্রধানমন্ত্রী বই উৎসব শেখ হাসিনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর