র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাতের মৃত্যু
৩১ ডিসেম্বর ২০১৯ ১০:১৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১০:২২
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার সাদেক (৩৬) নামের এক রোহিঙ্গা ডাকাত মারা গেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র-গুলি ও ইয়াবা।
সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশেই এই ঘটনা ঘটে। মৃত রোহিঙ্গা ডাকাত আনোয়ার সাদেক ওই ক্যাম্পেই অবস্থান করতেন। তিনি রোহিঙ্গা ডাকাত জাকিরের সহযোগী ছিলেন।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেলে ইয়াবাবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ডাকাতরা। এতে দুই র্যাব সদস্য আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
পরে রাতে র্যাব সদস্যরা পুনরায় ওই এলাকায় অভিযানে গেলে আবারও গুলি চালায় রোহিঙ্গারা। র্যাবও পাল্টা গুলি চালায়। গুলাগুলিতে আনোয়ার সাদেক নামে এক রোহিঙ্গা ডাকাত মারা যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র-গুলি ও ইয়াবা।
আনোয়ার সাদেকের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
আহত দুই র্যাব সদস্য ভাল আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন, কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সৈনিক ইমরান ও শাহাব উদ্দিন।