Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে চালু হচ্ছে নতুন সূচক সিডিএসইটি


৩০ ডিসেম্বর ২০১৯ ২২:৪৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ২২:৫১

ঢাকা: বিনিয়োগকারীরা সুবিধায় বৃহৎ, মধ্যম ও স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মূল্যের হ্রাস-বৃদ্ধিতে নজর রাখতে আরও একটি নতুন সূচক চালু হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। নতুন এই সূচকের নাম দেওয়া হয়েছে সিডিএসইটি (সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স)। নতুন বছরের প্রথম দিন থেকে সূচকটি অনুষ্ঠানিকভাবে চালু হবে। এই সূচক চালুর ফলে ডিএসই‘র মোট সূচক হলো চারটি। এর আগের তিনটি সূচক হলো— ডিএসইএক্স, ডিএস-৩০ ও ডিএসইএস।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে নতুন সূচকটি উদ্বোধন করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। এসময় কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক শিয়ে ওয়েনহাই ও শেনঝেন সিকিউরিটিজ ইনফরমেশন কোম্পানির জেনারেল ভাইস ম্যানেজার শিং জিং পিং, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী, শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে চীনের কনসোর্টিয়ামের ব্যসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতায় নতুন সূচক চালু করা করা হয়েছে। চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জের সাবসিডিয়ারি কোম্পানি শেনঝেন সিকিউরিটিজ ইনফরমেশন কোম্পানি ও ডিএসই যৌথভাবে এই সূচকটির ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, ডি-মিউচ্যুয়ালাইজেশন আইনের বিধান অনুযায়ী ডিএসই শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের সঙ্গে একটি চুক্তি করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় বাজারে অর্থনীতির উচ্চমানের প্রবৃদ্ধি জন্য প্রযুক্তি, বাজারের উন্নয়ন ও পণ্যের বিকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডিএসই দীর্ঘমেয়াদি সহযোগিতার পরিকল্পনা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও শেনঝেন স্টক এক্সচেঞ্জের মধ্যে পারস্পরিক সহযোগিতার আওতায় প্রাথমিকভাবে ডিএসই’র জন্য নতুন সূচক চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১ জানুয়ারি থেকে নতুন সূচকটি অফিসিয়ালি ডিএসই’র ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করা হবে। এই সূচকটিতে কোম্পানি অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাজার মূলধন (শীর্ষস্থানীয়), মৌলভিত্তি (মুনাফা) ও তারল্য (লেনদেন, ট্রেডিং ডে) ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। সূচকটিতে বর্তমানে ৪০টি কোম্পানি রয়েছে। সূচকটির ভিত্তি তারিখ ধরা হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৫ এবং ভিত্তি ভ্যালু হচ্ছে ১০০০ পয়েন্ট। সূচকটি অর্ধবার্ষিকী, অর্থাৎ প্রতি ছয় মাসে পুনর্মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন

ডিএসই নতুন ইনডেক্স সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স সিডিএসইটি