কক্সবাজারের ‘ইয়াবা ডন’ দিদার গ্রেফতার
৩০ ডিসেম্বর ২০১৯ ২২:১২
কক্সবাজার: কক্সবাজারের খরুলিয়া দরগাহ এলাকা থেকে চিহ্নিত ইয়াবা বিক্রেতা দিদারুল আলম দিদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে ৩শ’ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও একটি কার্তুজ পাওয়া যায়।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কলাতলী বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। দিদারের বাড়ি কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মুক্তারকূল এলাকায়। তার বাবা মৃত দানু মিয়া।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিদার নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও হত্যার চেষ্টার মামলা রয়েছে। অস্ত্র ও মাদক পাওয়া যাওয়ায় তার বিরুদ্ধে আলাদা আরও দু’টি মামলা দায়ের করা হয়েছে।