Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সিটি নির্বাচনে ২ হাজার ২৬০ জনের মনোনয়ন সংগ্রহ


৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৭

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে এ পর্যন্ত ২ হাজার ২৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে এর মধ্যে মেয়র পদে ১৮ জন, কাউন্সিলর পদে ১ হাজার ৮৭৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ডিএনসিসি ও ডিএসসিসি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র সারাবাংলাকে এ তথ্য জানিয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইসির চিঠি: ফল প্রকাশের ১৫ দিন পর্যন্ত অনুমতি ছাড়া বদলি নয়

মেয়র পদে ১৮ প্রার্থী

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে সোমবার রাত পর্যন্ত বিভিন্ন দলের ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, আওয়ামী লীগের সালাউদ্দিন মাহমুদ, জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী স্বাধীন আক্তার আইরিনসহ মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে, ডিএসসিসিতে বিএনপি নেতা প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, আওয়ামী লীগের ঢাকা-৭ আসনে সংসদ সদস্য হাজী সেলিম এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান অরফে আয়াতউল্লাহসহ আট জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ডিএনসিসি কাউন্সিলর প্রার্থী

ডিএনসিসি’র নির্বাচনে সোমবার দিনশেষে কাউন্সিলর পদে মোট মনোনয়ন নিয়েছেন ১ হাজার ৫ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৮২৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিযেছেন ১৭৭ জন।

ডিএসসিসি কাউন্সিলর প্রার্থী

বিজ্ঞাপন

ডিএসসিসিত নির্বাচনে কাউন্সিলর পদে মোট মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ২২৫ জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১ হাজার ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন নিয়েছেন।

ঢাকার দুই সিটিতে ওয়ার্ড ভোটার সংখ্যা

ডিএনসিসিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। এই সিটিতে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রে রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৫১৬টি। মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।

ডিএসসিসিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি। ডিএসসিসি‘র নির্বাচনে মোট ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা

ডিএনসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ইসি যুগ্মসচিব মো. আবুল কাসেম। এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নির্বাচন কমিশন সংলগ্ন ইসির এনআইডি ভবন। অন্যদিকে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। এই কর্মকর্তার কার্যালয় রাজধানীর টিকাটুলীর সাদেক হোসে খোকা কমিউনিটি সেন্টার।

এর আগে, গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

ডিএনসিসি ডিএসসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা সিটি নির্বাচন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর