গণআন্দোলনে সরকারের পতন ঘটানোর শপথ চট্টগ্রাম বিএনপির
৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:২৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৭
চট্টগ্রাম ব্যুরো: একাদশ সংসদ নির্বাচনের বছরপূর্তিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলে সরকার পতনের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ডা. শাহাদাত এ আহ্বান জানান।
কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে শাহাদাত বলেন, ‘গত বছরের ৩০ ডিসেম্বর প্রশাসনকে ব্যবহার করে ন্যাক্কারজনক একটি নির্বাচন করে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র হত্যার ইতিহাস আওয়ামী লীগের জন্য নতুন নয়। বারবার স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। ইতিহাসের জঘন্যতম এই দিনে বাংলাদেশের মানুষ তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। আমাদের শপথ নিতে হবে, আমাদের আপসহীন নেত্রীর জন্য আমরা জেলজুলুম বরণ করে রাজপথে মুক্তির আন্দোলন চালিয়ে যাব। চট্টগ্রামের জনগণকে ঐক্যবদ্ধ করে, চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলব। এই সরকারের পতন ঘটাব।’
একই সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘আওয়ামী লীগ গত বছরের ৩০ ডিসেম্বর গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল। নির্বাচনের ইতিহাসকে কলঙ্কিত করেছে, যার জন্য মানুষ এখন ভোটকেন্দ্রে ভোট দিতে যায় না। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ করে ফেলেছিল তারা। আমাদের প্রার্থীদের কোথাও দাঁড়াতে দেয়নি। আওয়ামী লীগের মাস্তান আর প্রশাসনের মাস্তানরা মিলে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। মানুষ শুধু একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।