Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস ভবনের সামনে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলনে’র সমাবেশ


৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:৫১

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাবচনের ভোটের বর্ষপূর্তির দিনটিকে ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়ে রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ নামে নতুন একটি সংগঠন। এর প্রধান সমন্বয়ক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় এই সমাবেশ শুরু হয়। শেষ হয় পৌনে ৫টার দিকে। সমাবেশে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেন। এর বড় একটি অংশ হেফাজত ইসলাম ঢাকা মহানগরের আমীর নূর হোসেন কাসেমীর নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী-সমর্থক।

বিজ্ঞাপন

মান্নার নেতৃত্বাধীন নতুন প্ল্যাটফর্মের প্রথম সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসেন কাসেমী, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বক্তৃতা দেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, নির্বাহী সদস্য শাহ মোহম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, গণফোরামের সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার (একাংশ) সভাপতি নুরুল আমীন বেপারীসহ অন্যরা।

ভোটের বর্ষপূর্তি উপলেক্ষ আয়োজিত প্রতিবাদ সমাবেশে আ স ম আবদুর রব বলেন, ‘সারা পৃথিবীতে ভোট হয় দিনের বেলা। বাংলাদেশে ভোট হয়েছে রাতের বেলা। পৃথিবীর সব দেশে ঘোষিত তারিখে ভোট হয়। বাংলাদেশে ২৪ ঘণ্টা আগে ভোট হয়। উনি (প্রধানমন্ত্রী) পারলে বোধহয় সূর্যটাও ডুবিয়ে দেবেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রব বলেন, ‘আপনাকে যেতে হবে। আপনার থাকার আর কোনো সুযোগ নেই। সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কীভাবে যাবেন, আপনি সিদ্ধান্ত নিন।’

বিজ্ঞাপন

দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আ স ম আবদুর রব বলেন, ‘এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজ আমরা মৎস্য ভবনের সামনে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটিয়েছি। সারাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেবো।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা মৎস্য ভবনের সামনে সমাবেশ করতে পারছি। এতেই বুঝতে হবে, সমাবেশ করার সাহস আমাদের আছে। কারণ, অনেকেই আজ সমাবেশ করতে পারেননি। আমরা করেছি। এটা নাগরিক ঐক্যের বা বিএনপির সমাবেশ না। এটা জনগণের সমাবেশ।’

সবাই মিলে গণতন্ত্র উদ্ধার আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘বঙ্গবন্ধু একবার বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি বলব, পাড়ায় পাড়ায় কমিটি গঠন করেন। যত তাড়াতাড়ি সংগঠিত হব, তত তাড়াতাড়ি এই সরকারকে কার্ড দেখাব। আর কার্ড যদি দেই, ওই কার্ড কার্যকর করতে হবে। কে কত বড় দল, কে কত বড় নেতা, সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। সবাইকে এক জায়গায় আসতে হবে।’

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহম্মদ ইবরাহিম, গণতান্ত্রিক বাম মোর্চার সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েক সাকির উপস্থিত হওয়ার কথা থাকরেও শেষ পর্যন্ত তাদের কেউ আসেননি।

এদিকে, সোমবার দুপুরে মৎস্য ভবন এলাকাতেই বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মৎস্য ভবন এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। যদিও পুলিশের দাবি, বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরাই শুরুতে পুলিশের ওপর হামলা করে। এই সংঘর্ষে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন আহত হন। ওই এলাকা থেকে আটক হয়েছেন কমপক্ষে ১০ জন।

আ স ম আবদুর রব কালো দিন গণতন্ত্র উদ্ধার আন্দোলন ভোটের বর্ষপূর্তির দিন মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর