ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়
৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:০৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:২০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচন ২০২০-এ আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতেই বিজয়ী হয়েছেন এই প্যানেলের সদস্যরা। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সাদা দলের মাত্র একজন বাকি একটি পদে বিজয়ী হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক হাসিবুর রশিদ।
নির্বাচনে নীল দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল (৯৩৩ ভোট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া (৭২৯ ভোট)। এর আগে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির নির্বাচনে কেবল সহসভাপতি পদে জয় পেয়েছেন সাদা দলের সদস্য। এই পদে নীল দলের প্রার্থী সাদেক হালিমকে মাত্র ৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন সাদা দলের অধ্যাপক ড. লুৎফুর রহমান (৬৮৪ ভোট)।
বাকি পদগুলোতে জয়ী নীল দলের সদস্যরা হলেন— যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এবং কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন।
১৫টি পদের মধ্যে বাকি ১০ জন সদস্য। তারা হলেন— ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাবি ঢাবি শিক্ষক সমিতি নীল দল সাদা দল