প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের শ্রদ্ধা
৩০ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৭:২৬
ঢাকা: ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। ১৯৮০ সালের ৩০ ডিসেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, জামাল উদ্দিন খান মিলন, ঢাকা মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম ভূইয়া, এস কে সাদী, ফেরদৌস পাটোয়ারী, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, নাসির হাজারী, অধ্যাপক সেলিম হোসেন, মো. আলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, আলহাজ্ব খলিলুর রহমান ইব্রাহিম, শফিকুল ইসলাম শফিক, এম জাহাঙ্গীর আলম, হারুন সিকদার, আব্দুর রাজি, জহিরুল হক, কে এম রকিবুল ইসলাম রিপন, মো. বেল্লাল হোসেন ভূঁইয়া, জুলফিকার আলী ভূট্টু ও ওমর নাসির।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা শামছুর রহমান শামস, আব্দুল্লাহ আল নাঈম, আমিনুর রহমান মিনু, মাহবুব আলম, মহানগরের বিভিন্ন থানার নেতাদের মধ্যে ইঞ্জিনিয়ার মোফাজ্জেল হোসেন হৃদয়, হাজী মো. কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশা, শরীফুল ইসলাম শরিফ, মুফতি সানাউল্লাহ, শামসু মাস্টার, হাজী মোহন মোল্লা, ইনজামুল হক, তমিজ, হান্নান, আলী, ইমামুল, মনির হোসেন বেপারী ও মঞ্জুর আলম মঞ্জুসহ অন্যরা।