পুলিশ-বাম জোটের সংঘর্ষ: সারাবাংলার ফটোসাংবাদিকসহ আহত ৩৬
৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:২৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:২৮
ঢাকা: রাজধানীর মৎস্যভবনের সামনে পুলিশের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে পেশাগত পালনকালে আহত হয়েছেন সারাবাংলা ডটনেটের ফটোসাংবাদিক সুমিত আহমেদ।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সাদিকুল ইসলাম জানায়, কালো পতাকা মিছিল নিয়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাচ্ছিলেন। এ সময় মৎস্য ভবন এলাকায় এলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
আহতরা হলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (৬৪), বাম গণতান্ত্রিক জোট কর্মী সজিব চৌহান (২৪), হযরত আলী (৩৫), সুমি (২২), হাসান (১৯), আনারুল (২৪), সোহাগী (২০), মঞ্জুর মইন (৩২), আরমান (২২), মুন্নি সরকার (২৩), আরমান (২২), ইরফান (২০), নাইম (২১), সুমন (২৫), মুন্সি (২৫), নাসির উদ্দিন (২৫), মনিরুদ্দিন (৪০), রাকিবুল (২৫), এএসআই জিয়াউল, এ এস আই মালেক (৪০), লিপি (৩৫), আরিফ (২০), সুস্মিতা (২৭), সজিব (২২), তমা (২৮), রাশেদ (৩১), উজ্জল (২৯), রিমি (২০), মামেনা (৩৭), মানিক (৩৭), মাসুদ (৩২), আজাদ (৩০), সৈকত আরিফ (২৪) হযরত আলী (৩৫), সারাবাংলার ফটোসাংবাদিক সুমিতসহ অন্যরা।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহত হয়েছে আন্তত ৩৬ জন। এর মধ্যে পুলিশের আটজন সদস্য রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।