Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ’


৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:১১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:২৩

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে হাসিমুখে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন এই সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩টায় দক্ষিণ সিটির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটিতে মেয়র পদে নেত্রী প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, আমি তা খুশি মনে, হাসিমুখে মেনে নিয়েছি। তিনি আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, ন্যায্য সিদ্ধান্তই নিয়েছেন। আমি সবকিছুর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, আমার বাবা নেই, আমার অভিভাবক নেত্রী (শেখ হাসিনা)। তিনি যা ভালো মনে করেছেন, তাই করেছেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তা মাথা পেতে নিলাম।

আরও পড়ুন- নো কমেন্টস: সাঈদ খোকন

সাঈদ খোকন আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি অপমানিত করেন, যাকে খুশি প্রশংসিত করেন। আমার জন্য তিনি যা বরাদ্দ করেছেন, তার জন্য শুকরিয়া জানাই। আগামীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এসময় নির্বাচনে দলের পাশে থেকে কাজ করবেন বলেও জানান তিনি।

ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পর এই প্রথম গণমাধ্যমের সামনে মুখ খুললেন সাঈদ খোকন। রোববার শেখ ফজলে নূর তাপসকে দলের প্রার্থী ঘোষণার একাধিক গণমাধ্যম যোগাযোগ করলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। সারাবাংলার পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হলে সাঈদ খোকন বলেন, ‘নো কমেন্টস।’

২০১৫ সালে সর্বশেষ ডিএসসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর দলীয় ফরম সংগ্রহ করেন সাঈদ খোকন। সেদিন তিনি আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। বর্তমান সময়কে ‘কঠিন সময়’ অভিহিত করে ঢাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

৫ বছর মেয়র পদে দায়িত্ব পালনের পর খোকন আশায় ছিলেন, দ্বিতীয় মেয়াদেও নৌকার টিকিট পাবেন তিনিই। জানা গেছে, দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগ পর্যন্তও আশা ছাড়েননি তিনি। কিন্তু সে আশা পূরণ হয়নি তার। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে দলের পক্ষ থেকে ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করে আওয়ামী লীগ।

টপ নিউজ ডিএসসিসি ডিএসসিসি নির্বাচন ডিএসসিসি মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাঈদ খোকন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর