Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা‌সেতুর ২০তম স্প্যান উঠছে কাল, প্রতিমাসে বসবে ৩টি


৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:১৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:২০

ঢাকা: পদ্মা‌সেতুর ২০তম স্প্যান বসবে আগামীকাল মঙ্গলবার। এরপর প্রতিমাসে বসবে ৩ টি করে স্প্যান। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেতু ভবনে সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মাসেতুতে বসলো ১৯ তম স্প্যান, দৃশ্যমান ২৮৫০ মিটার

এসময় সেতুমন্ত্রী বলেন, পদ্মা‌সেতুর ২০তম স্প্যান আগামীকাল বসবে। আগামী জুলাই‌য়ে সবগুলো স্প্যান বসানো শেষ হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, এখন থেকে প্র‌তি মা‌সে তিন‌টি ক‌রে স্প্যান বসানো হবে।পদ্মা সেতুর কাজ ২০২১ জু‌নে শেষ হ‌বে। এখন পর্যন্ত সেতুর সা‌র্বিক ৭৫ ভাগ অগ্রগ‌তি হ‌য়ে‌ছে আর মূল সেতু অগ্রগতি হয়েছে ৮৫ ভাগ।

আগামী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জন্য বিজয়ী হওয়ার চ্যালেঞ্জ কিনা এমন প্রশ্নের জবাবে কাদের এসময় বলেন, এক্ষেত্রে চ্যালেঞ্জ বিষয় না আবার বিষয় । প্রধানমন্ত্রী ব‌লে‌ছেন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন। আমরা এ ধর‌ণের নির্বাচন চাই‌ছি। এজন্য হা‌রি জি‌তি না‌হি লাজ।

ওবায়দুল কাদের টপ নিউজ পদ্মাসেতু স্প্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর