৬০ শতাংশ ওয়ার্ডে পুরনো প্রার্থী
৩০ ডিসেম্বর ২০১৯ ১৬:৩২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৫
ঢাকা: ঢাকার দুই সিটিতে আসন্ন নির্বাচনে পুরনো ১১১টি ওয়ার্ডের ৬০ শতাংশে পুরনো কাউন্সিলদের ওপর ভরসা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ১১১ ওয়ার্ডের মধ্যে ৬৭টিতে পুরোনো কাউন্সিলররা দলীয় সমর্থন পেয়েছেন। তারা যে মার্কাতেই ভোট করুন না কেন, নৌকার সমর্থন থাকবে তাদের প্রতি।
রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার দুই সিটিতে দলীয় সমর্থন পাওয়া কাউন্সিলরদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সন্ধ্যায় আরেক সংবাদ সম্মেলনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নাম ঘোষণার পাশাপাশি তিনটি সাধারণ ওয়ার্ডের সমর্থিত কাউন্সিলরের নাম পরিবর্তনের ঘোষণা দেন তিনি।
ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই পুরনো প্রার্থীকে দ্বিতীয়বারের মতো সমর্থন দেওয়া হয়েছে। বাকি ১৯টি ওয়ার্ডে সমর্থন পেয়েছেন নতুন কাউন্সিলর প্রার্থীরা। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে মোট ওয়ার্ড ৭৫টি হলেও এর মধ্যে ১৮টি ওয়ার্ড নতুন। এসব ওয়ার্ডে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরনো ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে পুরনো কাউন্সিলরদের প্রতি সমর্থন অব্যাহ রেখেছে আওয়ামী লীগ। ২৫টি ওয়ার্ডে দেওয়া হয়েছে নতুন প্রার্থী।
উত্তরের যে ৩৫ ওয়ার্ডে পুরনো কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের
১ নম্বর ওয়ার্ডের আফসার উদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডের মো. জামাল মোস্তফা, ৫ নম্বর ওয়ার্ডের আব্দুর রইফ নান্নু, ৯ নম্বর ওয়ার্ডের মুজিব সরোয়ার মাসুম, ১০ নম্বর ওয়ার্ডের আবু তাহের, ১১ নম্বর ওয়ার্ডের দেওয়ান আব্দুল মান্নান, ১৩ নম্বর ওয়ার্ডের মো. হারুন অর রশিদ, ১৫ নম্বর ওয়ার্ডের সালেক মোল্লা, ১৬ নম্বর ওয়ার্ডের মো. মতিউর রহমান, ১৮ নম্বরের মো. জাকির হোসেন, ১৯ নম্বরের মফিজুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডের মাসুম গনি, ২২ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলী, ২৪ নম্বর ওয়ার্ডের সফিউল্লা, ২৬ নম্বরের শামীম হাসান, ২৭ নম্বর ওয়ার্ডে ফরিদুর রহমান খান, ২৮ নম্বরে মো. ফোরকান হোসেন, ২৯ ও ৩০ নম্বরে যথাক্রমে মো. নুরুল ইসলাম রতন ও আবুল হাসেম হাসু, ৩৫ নম্বরে মোক্তার সরদার, ৩৬ নম্বরে তৈমুর রেজা খোকন, ৩৭ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বরে শেখ সেলিম, ৩৯ নম্বরে মো. শফিকুল ইসলাম, ৪০ নম্বরে মো. নজরুল ইসলাম ঢালী, ৪৪ নম্বরে শফিকুল শফিক, ৪৫ নম্বরে জয়নাল আবেদিন, ৪৬ নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান সরকার, ৪৭ নম্বরে মোতালেব মিয়া, ৫০ নম্বরে ডি এম শামীম, ৫১ নম্বর ওয়ার্ডে মো. শরীফুর রহমান, ৫২ নম্বরে ফরিদ আহমেদ, ৫৩ নম্বরে নাসির উদ্দীন ও ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন।
দক্ষিণের যে ৩২ ওয়ার্ডে পুরনো কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের
২ নম্বর ওয়ার্ডের মো. আনিসুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের মাকসুদ হোসেন, ৫ নম্বরের মো. আশ্রাফুজ্জামান, ৬ নম্বরে সিরাজুল ইসলাম ভাট্টি, ৭ নম্বরে আব্দুল বাসিত খান, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে যথাক্রমে মারুফ আহমেদ মনসুর ও হামিদুল হক শামিম, ১২ নম্বরে গোলাম আশরাফ তালুকদার, ২০ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন রতন, ২৬ নম্বরে হাসিবুর রহমান মানিক, ২৭ নম্বরে ওমর বিন আব্দুল আজিজ, ২৯ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বাবুল, ৩০ নম্বরে মোহাম্মদ হাসান, ৩৩ নম্বরে আব্দুল আউয়াল, ৩৪ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মীর সমীর, ৩৫ নম্বরে মো. আবু সাইদ, ৩৬ নম্বরে রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান মিয়াজী, ৩৮ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আহম্মেদ ইমতিয়াজ মন্নাফী, ৪১ নম্বর ওয়ার্ডে সারোয়ার হাসান আলো, ৪২ নম্বরে মোহাম্মদ সেলিম, ৪৩ নম্বরে আরিফ হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ডে শহিদুল্লাহ মিনু, ৪৭ নম্বরে নাসির আহমেদ ভূঁইয়া, ৪৮ নম্বরে মোহাম্মদ আবুল কালাম, ৫১ নম্বর ওয়ার্ডে কাজী হাবিবুর রহমান হাবু, ৫২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নাছিম মিয়া, ৫৩ নম্বরে নূর হোসেন, ৫৪ নম্বরে মোহাম্মদ মাসুদ, ৫৫ নম্বরে নূরে আলম, ৫৬ নম্বরে মোহাম্মদ হোসেন ও ৫৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সাইদুল ইসলাম।
গত নির্বাচনের পর থেকেই ঢাকার বেশকিছু কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। তাদের অনেকেই এবারের নির্বাচনে দলের সমর্থন পাচ্ছেন না। শুধু তাই নয়, বাদ পড়াদের তালিকায় আছেন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগ ওঠা কাউন্সিলররাও।
এর বাইরে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া করপোরেশনের সভায় উপস্থিত না থাকায় এবং অনুমোদন না নিয়ে বিদেশ যাওয়া ও সেখানে অবস্থান করায় গত ১৭ অক্টোবর ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলন এ কে এম মমিনুল হককে অপসারণ করা হয়। এখন পর্যন্ত সে পদটি খালিই আছে। ওই ওয়ার্ডে এবার মনোনয়ন দেওয়া হয়েছে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হককে।
আওয়ামী লীগের সমর্থন ওয়ার্ড কাউন্সিলর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন