ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা
২৯ ডিসেম্বর ২০১৯ ২২:২৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১১:৩৬
ঢাকা: ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-১০ আসন (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র দেন তিনি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করলেন।
নিয়ম অনুযায়ী, মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়।
এদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসনটিও শূন্য ঘোষণা করে আলাদা গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এই দুই আসনে এবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।