Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি


২৯ ডিসেম্বর ২০১৯ ২১:০৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০০:৩১

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির অপথালমোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) সারাবাংলাকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। উনার বাম চোখ ও কপালে একটি ভাইরাসজনিত সমস্যা ছিল। সেটি এখন আগের চাইতে কমে গেছে। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।

এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ সারাবাংলাকে বলেন, বাবার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে তেমন খারাপ কিছু পাওয়া যায়নি রিপোর্টে। শুধুমাত্র চোখের এই সমস্যাটা কেটে উঠলেই আমরা উনাকে বাসায় নিয়ে যেতে পারবো বলে আশা করছি।

উল্লেখ্য, শনিবার (২১ ডিসেম্বর) বিএসএমএমইউতে ভর্তি করা হয় এ টি এম শামসুজ্জামানকে।

অসুস্থ এ টি এম এটিএম টপ নিউজ শারীরিক অবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর