Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান


২৯ ডিসেম্বর ২০১৯ ১৭:২২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৯

ঢাকা: নিউজ টোয়েন্টিফোরের আঙ্গুর নাহার মন্টি ও বাংলানিউজ২৪.কমের তৌহিদুর রহমান আগামী বছরের (২০২০) জন্য ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে রবিউল হক, সহ-সভাপতি (ডেইলি ইন্ডাস্ট্রি); মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (মানবজমিন); আতিকুর রহমান, কোষাধ্যক্ষ (এশিয়ানমেইল২৪.কট), জেসমিন আক্তার পাপড়ি, দফতর সম্পাদক (জাগোনিউজ২৪.কম) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন, ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি নিউজ), খুররম জামান (বার্তা২৪.কম), মাসুদ করিম (যুগান্তর), রাহীদ এজাজ (প্রথম আলো), রাশেদ মেহেদী (সমকাল)।

নির্বাচনে ডিক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন প্রধান নির্বাচন কমিশনার এবং এম শফিকুল করিম সাবু ও নিজামউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

বিদায়ী সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হাসলাম হাসিব ও কোষাধ্যক্ষ মেহেদি হাসান তালুকদার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

টপ নিউজ ডিক্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর