যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ মারুফকে তলব করেছে দুদক
২৯ ডিসেম্বর ২০১৯ ১৭:০৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৭:১৬
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও ক্যাসিনো ইস্যুতে সম্পৃক্ত থাকার অভিযোগে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ ডিসেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ৭ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়।
অভিযোগের বিষয়ে জানা গেছে, শেখ ফজলুর রহমান মারুফ জি কে শামীমের টেন্ডার, চাঁদাবাজি ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। যার মাধ্যমে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ১৯টি মামলা দায়ের করেছে দুদক।