Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন হেমন্ত সোরেন


২৯ ডিসেম্বর ২০১৯ ১৬:০৪

বিজেপিকে হটিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হয় ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোট। জেএমএম এর হেমন্ত সোরেন এবার ঝাড়খন্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এটি তার ২য় দায়িত্বগ্রহণ। খবর এনডিটিভি, ওয়ান ইন্ডিয়ার।

রোববার (২৯ ডিসেম্বর) রাঁচিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেমন্ত সোরেনকে শপথবাক্য পাঠ করান গভর্নর বা রাজ্যপাল দৌপদী মুর্মু।

হেমন্ত সোরেন এর শপথ অনুষ্ঠানকে ঘিরে রাঁচিতে বিজেপি-বিরোধীদের ছোটখাটো শো-ডাউন হয়ে গেল। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসনেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং সদ্য নির্বাচিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

প্রসঙ্গত, ৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জেএমএম-কংগ্রেস ৪৭টি আসন জিতে। তার মধ্যে জেএমএম পায় ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি। বিজেপি পায় মাত্র ২৫টি ও অন্যান্যরা পায় ৯টি আসন।

ঝাড়খন্ড ঝাড়খন্ড নির্বাচন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) হেমন্ত সোরেন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর