Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি লাইফ সাপোর্টে


২৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৬

ঢাকা: সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সংকটাপন্ন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ’তে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. এ কে এম আখতারুজ্জামান সারাবাংলাকে জানান, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পি। রোববার সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তবে চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ফজিলাতুন্নেসা বাপ্পি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর