Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি পদ ছাড়লেন তাপস


২৯ ডিসেম্বর ২০১৯ ১৫:০৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৩

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ থেকে রোববার (২৯ ডিসেম্বর) মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার কিছুক্ষণ পর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।

শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী তারেক শিকদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুপুর আড়াইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন বিধি অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন। এর মধ্যে ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

সিটি করপোরেশন আইন অনুযায়ী সংসদ সদস্য কিংবা মেয়র এই দুইটি পদ লাভজনক। তাই মেয়র পদে নির্বাচন করতে হলে কোনো প্রার্থীকে সংসদ সদস্য এবং মেয়র পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। এ কারণে নিজ পদ থেকে পদত্যাগ করলেন ঢাকা-১০ আসনের এই সংসদ সদস্য।

আরও পড়ুন-

মেয়র পদে লড়তে হলে পদ ছাড়তে হবে এমপিদের

আওয়ামী লীগ এমপি পদ টপ নিউজ ডিএসসি ফজলে নূর তাপস মেয়র পদে নির্বাচন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর