Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে আ.লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, গুলি বর্ষণ


২৯ ডিসেম্বর ২০১৯ ১৬:০০

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুঁড়েছে করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম স্বাধীন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম স্বাধীন মাস্টার অভিযোগ করে বলেন, আসন্ন কাউন্সিলে তিনি আক্কেলপুর উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। এ অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ভয় দেখাতে বা হত্যার উদ্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে। স্পষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগ না আনলেও সিসি টিভি ফুটেজ দেখে ও তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ভোররাতে স্বাধীন মাস্টারের বাড়ি লক্ষ্য করে তিনটি ককটেল ও দুই রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলির খোসা, ককটেল বিস্ফোরণের আলামত ও সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততিসহ দোষীদের গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর