মিশরে বাস-ট্রাক সংঘর্ষে ২২ জনের প্রাণহানি
২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৯
শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মিশরে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (২৮ ডিসেম্বর) পোর্ট সাইদ-দামেতিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় আল-আহরাম পত্রিকার খবরে বলা হয়, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। এতে প্রাণহানি হয়।
সড়ক নিরাপত্তায় ঘাটতি থাকায় মিশরে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২০১৯ সালের প্রথম ৬ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৫৬৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০৪৬ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৩৩৫টি বাহন।