Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দর ঢাকা উপহার দেব: আতিকুল


২৯ ডিসেম্বর ২০১৯ ১২:৫৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৫:০৭

ঢাকা: ফের মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে সুন্দর ঢাকা শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি উপনির্বাচনে জিতে মেয়র হয়েছি। আবারও শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। যেদিন থেকে দায়িত্ব পেয়েছি একদিনও সময় নষ্ট করিনি। আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব নাগরিকের সহায়তা চাই।’

আরও পড়ুন: খোকন বাদ, দক্ষিণে তাপস, উত্তরে আতিকুল

আতিকুল ইসলাম বলেন, ‘আমি জানি আমাদের কী চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতে হবে।’

উত্তর সিটির এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘ঢাকা দক্ষিণে তাপস মনোনয়ন পেয়েছেন। আমরা নির্বাচিত হলে একসঙ্গে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একসঙ্গে আপনাদের একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে হবে-এই প্রত্যাশা ও বিশ্বাস আমাদের আছে।’

আতিকুল ইসলাম টপ নিউজ ঢাকা উত্তর মেয়র আতিকুল মেয়র নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর