Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বাস উল্টে একজনের মৃত্যু, আহত ৩০


২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৪

ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লার নাজিরাবাজার এলাকায় বাস উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩০ জন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুর রহমান জানান, ফেনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টায় মহাসড়কের নাজিরাবাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়।

এসময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির অন্তত ৩০ যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। েকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। নিহত যাত্রীর নাম জিয়া উদ্দিন, তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

বাস উল্টে মৃত্যু যাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর