Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কার্যালয় ও মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ


২৯ ডিসেম্বর ২০১৯ ১২:৩৭

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

তবে এসব বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারি কমিশনার (এসি) জাহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতহত না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার মূল কারণ অনুসন্ধানের কাজ চলছে।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। তবে এতে কোনো হতাহত নেই। কিংবা কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি। এখন পর্যন্ত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। কে বা কারা এমনটি করেছে খতিয়ে দেখা হচ্ছে।’

ককটেল বিস্ফোরণ নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ মধুর ক্যন্টিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর