Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুইজিয়ানায় বিমান দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু


২৯ ডিসেম্বর ২০১৯ ১২:১৫

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মাঝারি আকারের একটি বিমান দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বিমান আরোহীদের মধ্যে ১ জন বেঁচে গেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। লাফেয়েত্তে’র একটি ওয়ালমার্ট সুপার মার্কেটের পাশেই বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় এটি ভূমিতে একটি গাড়িতে আঘাত করে এতেও দুইজন আহত হন।

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি নিচ দিয়ে উড়ছিল। পরিস্থিতি খারাপ তা বুঝতে পারি। এরপর একটি বিস্ফোরণ ঘটে।

লুইজিয়ানার গভর্নর এডওয়ার্ডস টুইটারে এই ঘটনার শোক জানিয়েছেন। তিনি লেখেন, ভয়াবহ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুদের জন্য প্রার্থনা।

বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্র লুইজিয়ানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর