মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ
২৯ ডিসেম্বর ২০১৯ ১২:১১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১২:৪৬
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ধরণের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। তবে এতে কোনো হতাহত নেই। কিংবা কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি। এখন পর্যন্ত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। কে বা কারা এমনটি করেছে খতিয়ে দেখা হচ্ছে।’