Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান আর নেই


২৯ ডিসেম্বর ২০১৯ ১১:৫৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৫

ঢাকা: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, নিরাপত্তা বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামানকে হৃদরোগের কারণে গত ২ ডিসেম্বর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালুকদার মনিরুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে।

তালুকদার মনিরুজ্জামানের জন্ম সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে ১৯৩৮ সালের ১ জুলাই। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে অনার্সে প্রথম শ্রেণি এবং মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি লাভ করেন তিনি। এরপর ১৯৬৩ সালে বৃত্তি নিয়ে চলে যান কানাডায়।

সেখানে পড়াশোনা করেন কুইন্স ইউনিভার্সিটিতে। ১৯৬৬ সালে দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সাত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে ১৯৭৪ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবসর নেন ২০০৬ সালে।

তালুকদার মনিরুজ্জামান ৯টি বই লিখেছেন। ব্যক্তিগত জীবনে দুই পুত্র ও এক কন্যাসন্তানের পিতা তিনি।

তালুকদার মনিরুজ্জামান রাষ্ট্রবিজ্ঞানী