Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল শুরু


২৯ ডিসেম্বর ২০১৯ ১০:৫২

ঢাকা: ৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর শনিবার রাত ২টা থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উদ্ধারকাজ শেষ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশমুখে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, রোববার (২৯ ডিসেম্বর) সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।

টপ নিউজ ট্রেন চলাচল বগিচ্যুত