তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
২৯ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১২:৫৯
ঢাকা: দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গত বৃহস্পতিবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সকাল ৯টার দিকে তাপমাত্রা কমে ৫.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। গত বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।