Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেম্পার গ্লাস-এয়ারক্রাফটের যন্ত্রাংশ হিসেবে এসেছিল ৬৪ কেজি সোনা


২৯ ডিসেম্বর ২০১৯ ০২:০৭

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো থেকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম প্রায় ৩২ কোটি টাকা মূল্যের ৬৪০ পিস (৬৪ কেজি) স্বর্ণবার উদ্ধার করেছে। টেম্পার গ্লাস-এয়ারক্রাফটের যন্ত্রাংশ হিসেবে সেগুলো আমদানি করা হয়েছিলো বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

শনিবার (২৮ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম চ্যানেলে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘স্বর্ণগুলো ফিউচার ট্রেড ইন্টারন্যাশনাল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে আমদানি করা হয়েছে। তবে যে দুই আমদানিকারকের নাম ব্যবহার করা হয়েছে তারাই প্রকৃত আমদানিকারক কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সেজন্য তদন্ত কমিটি গঠন করা হবে, একই সঙ্গে ৪টি মামলা দায়ের করা হবে। তদন্তে যারাই দোষী সাবস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

‘যে তিনটি বাক্সে সোনা ছিলো সেগুলোর তিনটির ঘোষণা দেওয়া হয়েছে টেম্পার গ্লাস হিসেবে আর একটির ঘোষণা দেওয়া হয়েছে এয়ারক্রাফটের পার্টস হিসেবে। কাঠের ভেতরে ছিদ্র করে করে সোনার বারগুলো লুকানো ছিলো। জব্দকৃত সোনার মোট ওজন ৬৪ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা’, বলেন এনবিআর চেয়ারম্যান।


মোশাররফ হোসেন আরও বলেন, ‘গত ৩-৪ বছরের মধ্যে এটিই সোনার সর্বোচ্চ বড় চালান। এই চালান ধরা পড়ায় আমি উদ্বিগ্ন ও বিচলিত। আমাদের একটি উদ্বেগের কারণ হলো, স্বর্ণ চোরাচালানের একটি রুট হিসেবে বাংলাদেশ ব্যবহার হচ্ছে। আমরা সোনা আমদানি সহজ করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংক থেকে ১৪টি প্রতিষ্ঠানকে সোনা আমদানির জন্য বলা হয়েছে। তবে এখনও সেভাবে আমদানি হচ্ছে না। আমরা সোনা আমদানির ক্ষেত্রে কাস্টম ডিউটিও কমিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

বাংলাদেশ বিমানের ভেতর থেকে এর আগেও স্বর্ণ উদ্ধার করা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সুচতুরভাবে সোনা আনা হচ্ছে। সোনাগুলো সরকারি কোষাগারে যাচ্ছে এটি তেমন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো কেন হবে? সরকার যতো চেষ্টাই করুক যদি আমরা নিজেরা আরও সৎ না হই তাহলে আমরা জাতি হিসেবে উন্নত হতে পারব না।’

আইজিপির উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পুলিশের যে সংস্থাটি ভালোভাবে তদন্ত করতে পারবে তাদের দিয়েই যেন এখানে তদন্ত হয়। এগুলোর পেছনে যারাই জড়িত আছে তাদের ধরতে না পারলে এটা বন্ধ হবে না।’

এসময় ঢাকা কাস্টম হাউসের কমিশনার, শুল্ক গোয়েন্দার ডিজিসহ এনবিআরের ঊদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমদানি কার্গো এনবিআর চেয়ারম্যান টপ নিউজ স্বর্ণ উদ্ধার

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর