Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার


২৮ ডিসেম্বর ২০১৯ ২৩:০৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ০২:০৯

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪০ পিস (৬৪ কেজি) সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার (২৮ ডিসেম্বর) বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোয়াজ্জেম হোসেন রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটটি বিকেল ৫টায় শাহজালালে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্গো ভিলেজে আমদানি করা বক্সে সোনার বারগুলো লুকানো ছিলো।

বিজ্ঞাপন

এই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা জানিয়ে তিনি আরও বলেন, ‘এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সংবাদ সম্মেলন করবেন। সেখানেই বিস্তারিত জানানো হবে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর