বায়ুদূষণ রোধে সুইমিং ট্র্যাক আনা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী
২৮ ডিসেম্বর ২০১৯ ২০:৪৩
ঢাকা: রাজধানীতে বায়ুদূষণ ঠেকাতে সুইমিং ট্র্যাক কিনছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বায়ু দূষণ কমাতে পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা হয়েছে। ওই সভায় গঠিত কমিটির সুপারিশে রাজধানীতে ধুলাবালির দূষণ ঠেকাতে ২০টি সুইমিং ট্র্যাক কেনা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বিদ্যুৎ, পানি, গ্যাসলাইনসহ নানা রকম সেবামূলক কাজ যেগুলো করা হয়েছে তা ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী করা হয়নি। নতুন করে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে। সে অনুযায়ী সংস্থাগুলো সেবা দিতে খোঁড়াখুঁড়ির কাজ করছে। এতে করে ওয়াসা একদিকে কাটাকাটি করছে, ডেসকো অন্যদিকে করছে, তিতাস আরেকদিকে কাটছে। ফলে ধুলাবালি বাড়ছে। তাই এ ধুলাবালির দূষণ রোধে আমরা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে ২০ টি সুইমিং ট্র্যাক আমদানি করা হবে।’
বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করেছে। তারা রাস্তার পাশে সেবা সংস্থাগুলোর ট্র্যাকিং পয়েন্ট রেখেছে। তারা ঐখান থেকে নতুন জায়গায় লাইনগুলো পৌঁছে দিচ্ছে। ফলে বার বার একই রাস্তা কাটা হচ্ছে না। আমরা সেবা সংস্থাগুলোর মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সেটা নিয়ে মাস্টারপ্ল্যান করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘স্মার্ট সিটি গড়তে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বয়োবৃদ্ধ মানুষের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
মেয়র বলেন, ‘বয়োবৃদ্ধ মানুষদের ঘরে রেখে যারা চাকরী বা ব্যবসায়িক কাজে বের হন, তারা যেন নিশ্চিন্তে কাজ করতে পারেন, সেজন্য একটি সিম তৈরি করা হচ্ছে। এ সিম ঘরে থাকবে, বয়োবৃদ্ধ মানুষের কোনো সমস্যা হলে এ সিমটা সিগন্যাল দেবে। তখনি আপনি নিশ্চিন্তে সমস্যার সমাধান করতে পারবেন।’
‘এছাড়া স্কুল শিক্ষার্থীদের জন্য একধরনের চিপস তৈরি করছি। যেটার মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে পৌঁছেছে কিনা পরিবার জানতে পারবে।’ যোগ করেন তিনি।
অভিষেক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ। সাধারণ সম্পাদক এস এম ফয়েজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এছাড়া আরও বক্তব্য রাখেন ডিটেইল এরিয়া প্লেন (ড্যাপ)-এর প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লেনার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান।
অনুষ্ঠান শেষে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত ১৫ সদস্যও কমিটিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
টপ নিউজ পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সুইমিং ট্র্যাক স্থানীয় সরকার