Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনি পোস্টার অপসারণে কাল থেকে মাঠে নামবেন কর্মকর্তারা’


২৮ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৬

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী রাজধানীতে বিদ্যমান সকল নির্বাচনি পোস্টার-ব্যানার অপসারণে কাল থেকে কর্মকর্তারা মাঠে নামবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরেনি পোস্টার-ফেস্টুন, ইসির নির্দেশ জানেন না স্থানীয় সরকার সচিব

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘ইসির নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার রাতের মধ্যে নির্বাচনি ব্যানার-পোস্টার অপসারণের শেষ সময় ছিল। কিন্তু যেসব পোস্টার-ব্যানার এখনো অপসারণ হয়নি। এসব ব্যানার-পোস্টার অপসারণে রোববার থেকে স্থানীয় সরকারের কর্মকর্তারা মাঠে নামবে। কারণ গত দুই দিন বন্ধ থাকায় কাজ করতে পারেনি।’

এত দিন কোনো পোস্টার না দেখা গেলেও গতকাল হঠাৎ করে বিভিন্ন এলাকায় নতুন করে পোস্টার দেখা যাচ্ছে ইসির নির্দেশনার পরও, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নির্দেশ অমান্য করে পোস্টার-ব্যানার লাগাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টপ নিউজ নির্বাচন পোস্টার ব্যানার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর